চট্টগ্রামের লোহাগাড়ায় চার হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

‎Monday, ‎May ‎18, ‎2015 02:16:00 PM

চট্টগ্রাম করেসপন্ডেন্ট :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলমগীর (৪২), মোস্তফা (২৮), মোছাম্মৎ লিজা (৩৫) ইব্রাহিম খলিল (২৮)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান চাঁদপুর টাইমসকে জানান, রোববার রাত ১২টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রাম নগরীর উদ্দেশ্যে ইয়াবাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাইক্রোবাসটি (চট্টমেট্রো-১১-৭৪৩) আটক করে তল্লাশি চালায়। এসময় মাইক্রোবাসের ইঞ্জিন থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

 

Share