চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙর করা একটি তেলের জাহাজে বিস্ফোরণের পর আগুন লেগেছে। সোমবার ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার কপিল উদ্দিন।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
আগুন লাগা জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন। নাম ‘বাংলার জ্যোতি’। এটি একটি ট্যাংকার জাহাজ।
চাঁদপুর টাইমস রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur