শাহরাস্তিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

শাহরাস্তিতে দিনব্যাপী লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ রোববার উপজেলার দক্ষিণ সূচীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় (নরিংপুর হাইস্কুল) বিভিন্ন শ্রেণিকক্ষে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার সকল বয়সী নারী ও পুরুষদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। লাইন্স ক্লাবস অব ঢাকা এ‍্যাম্বাসেডরের ক্লাব প্রেসিডেন্ট মোঃ হাম্মাদুর রহমানের আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইন্স ক্লাবস এর জেলা গভর্ণর বীর মুক্তিযোদ্ধা লায়ন এবিএম আনোয়ারুল বাসেত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের সদ‍্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন এটিএম নজরুল ইসলাম, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আহাম্মুজ্জামান, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, লায়ন্স ক্লাবের কেবিনেট ট্রেজারার লায়ন মোঃ লতিফ সিদ্দিকী, আরসি হেডকোয়ার্টার লায়ন মোঃ শাহাদাত হোসেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ গোলাম মোস্তফা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, একরামুল হক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন আবু নোমান তানজিল।

উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন,
লায়ন্স বিআর খান, লায়ন মশিউর রহমান খান, লায়ন আব্দুল লতিফ বুলবুল, লায়ন কাজী জাহাঙ্গীর, লায়ন মোঃ শফিকুল ইসলাম,লায়ন মোঃ নুরুজ্জামান, লায়ন শওকত হোসেন, লায়ন মোঃ মহিউদ্দিনসহ সাংবাদিক, অতিথি বৃন্দ ও এলাকার গণ্য করতে পারবে উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জামাল হোসেন, ২০ মার্চ ২০২৩

Share