Home / শিক্ষাঙ্গন / এইচএসসির ফলাফল স্ব-স্ব বোর্ডের চেয়ারম্যানগণ ঘোষণা করবেন
HSC

এইচএসসির ফলাফল স্ব-স্ব বোর্ডের চেয়ারম্যানগণ ঘোষণা করবেন

আগামি মঙ্গলবার ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। ওই দিন বেলা ১১টায় সব বোর্ডের ফল প্রকাশ করা হবে। তবে ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। জানা গেছে,এবার অন্য বছরের মতো সরকারপ্রধান ফল ঘোষণা করবেন না।

প্রধান উপদেষ্টা এমনকি শিক্ষা উপদেষ্টাও এবার এইচএসসি ও সমমানের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন না। বরং এবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা স্ব-স্ব বোর্ডের ফল প্রকাশের ঘোষণা দেবেন। ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘এবার ফল প্রকাশ হবে কিছুটা ভিন্ন ধারায়।

বোর্ডগুলো নিজ উদ্যোগে ফল প্রকাশ করবে। তবে সময়টা কেন্দ্রীয়ভাবে ঠিক করে দেয়া হয়েছে। সেটা হলো,সকাল ১১টা। ওই সময় সব বোর্ড আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে ফল প্রকাশ করবে। একই সময়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানও ফল পেয়ে যাবে। তারা নিজ নিজ প্রতিষ্ঠানে ফলাফল টাঙিয়ে দিতে পারবে।’

বিগত বছরগুলোতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দিতেন। সেখান থেকে প্রধানমন্ত্রী ফল প্রকাশের ঘোষণা দিতেন। এরপর শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অথবা সচিবালয় থেকে এইচএসসির ফলাফল বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরতেন।

এ প্রক্রিয়া এক রকম রীতি হয়ে উঠেছিল। এতে অনেক সময় ফল প্রকাশে দেরি হতো।

সেই প্রক্রিয়া থেকে এবার অন্তর্বর্তী সরকার বেরিয়ে এসে বোর্ডগুলোকে ফল প্রকাশের ঘোষণা দেওয়ার সুযোগ করে দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ প্রক্রিয়া বোর্ডগুলোকে জানানো হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

চাঁদপুর টাইমস রিপোর্ট
১২ অক্টোবর ২০২৪
এজি