এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা রোববার ৪ জানুয়ারি ঘোষণা করা হয়েছে ।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী, জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার ৪ জানুয়ারি বিকাল ৩টায় ঘোষণা করা হবে।
এর আগে,২ ডিসেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। তবে বাজারে এ চিত্র ভিন্ন। এ দামের চেয়ে অনেক বেশি অর্থ দিয়ে সিলিন্ডার বিক্রির অভিযোগও উঠেছে শেষ কিছু দিনে।
৬ জানুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur