Home / চাঁদপুর / ঘূর্ণিঝড় প্রভাবে চাঁদপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত, বাড়বে শীত
rain

ঘূর্ণিঝড় প্রভাবে চাঁদপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত, বাড়বে শীত

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে সকাল থেকেই সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমছে। ফলে অনেকটাই শীতের আমেজ চলে এসেছে।

এদিকে সকাল থেকে বৃষ্টির কারণে চাঁদপুরে অফিসগামী থেকে শুরু করে সাধারণ লোকজন যাতায়াতে ভোগান্তির স্বীকার হয়েছেন।। এছাড়া ঘূর্ণিঝড় প্রভাবে খেটে খাওয়া সাধারণ মানুষ ও শ্রমজিবী লোকজনদের সবচেয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে। অন্য দিনের চেয়ে এ দিন তাদের আয়-রোজগার কম হয়েছে। তীব্র শৈত্যপ্রবাহের মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও তা ছিলো ক্ষনস্থায়ী।

আরও পড়ুন… চাঁদপুর আবহাওয়া সংবাদ

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে ঠান্ডা বাতাশে শীতের দাপটে শ্রমজীবী জবুথুব হয়ে পড়েছে। বেশি প্রয়োজন ছাড়া সাধারণ কেউ ঘর থেকে বের হয়নি । দুর্ভোগ দুর্দশা বেড়েছে নিম্ন আয়ের মানুষের। অনেকে আগুনের কুন্ডুলী জালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। কষ্টে পড়েছে বৃদ্ধ শিশু। সর্দি কাশি শ্বাসকষ্টসহ ঠান্ডা জনিত রোগের প্রকপ দেখা দিয়েছে। শীতের তীব্রতা যত বাড়ছে উপজেলার চরাঞ্চলের দুস্থ মানুষের দুর্ভোগ ততই বাড়ছে। শীতের তীব্রতা বাড়লেও ছিন্নমূল, নিম্ন আয়ের ও দুস্থ অসহায়দের পাশে শীত বস্ত্র নিয়ে কেউ এগিয়ে আসেনি। আসেনি এই উপজেলায় সরকারিভাবে কোন শীত বস্ত্র।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাব থাকবে আগামী ৭ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত। এই দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে সকাল থেকেই চাঁদপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার ফলে শীত যেন বেকে বসেছে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ৫ ডিসেম্বর ২০২১