উপজেলা সংবাদ

ঘূর্ণিঝড় ‘কোমেন’ মোকাবেলায় চাঁদপুরে জরুরী প্রস্তুতি

শরীফুল ইসলাম, চাঁদপুর :   আপডেট: ০৫:৫৯ অপরাহ্ণ, ৩০ জুলাই ২০১৫, বৃহস্পতিবার

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “কোমেন” মোকাবেলায় প্রস্তিুতি গ্রহণের জন্যে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সৃষ্ট ঘূর্ণিঝড় “কোমেন” মোকাবেলায় প্রস্তিুতি নিয়ে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফর রহমানের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরে সৃষ্ট ঘূর্ণিঝড় “কোমেন” মোকাবেলায় আমরা কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করেছি। জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি কন্ট্রোলরুম খোলা থাকবে। কোনও স্থানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হলে আমাদেরকে-০১৭৩০০৬৭০৭৯ অথবা-০১৯৩৭৯০৩৫২১ এই নাম্বারে দ্রুতভাবে জানাবেন। এছাড়াও দুর্যোগ কবলিত এলাকায় আমাদের মেডিকেল টিম প্রস্তুত থাকবে। ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ড সর্বদা প্রস্তুত রয়েছে।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share