উপকূলে ঘূর্ণিঝড় হামুন : উপকূলে সতর্কতা জারি

ঘূর্ণিঝড় হামুন উপদ্রুত পায়রা ও চট্টগ্রামে ৭, কক্সবাজারে ৬, মোংলা সমুদ্রবন্দরে ৫ নম্বর বিপদ সংকেত এবং উপকূলীয় জেলাগুলোতে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর।

মঙ্গলবার ২৪ অক্টোবর সকালে আবহাওয়ার ১০ নম্বর বিশেষ বুলেটিনে এ নির্দেশনা দেওয়া হয়। বলা হয়- বুধবার ঘূর্ণিঝড়টি ভোলার ওপর দিয়ে অতিক্রম করবে। এ সময় বাতাসের গতি থাকবেন ঘণ্টায় ৯০-১১০ কি.মি । বর্তমানে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর বিক্ষুব্ধ রয়েছে।

এর আগে ঘূর্ণিঝড়টি সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 8৪৫ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১০ কি.মি পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩২৫ কি.মি . দক্ষিণপশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৩১০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

২৪ অক্টোবর ২০২৩
এজি

Share