Home / সারাদেশ / ঘূর্ণিঝড় মিগজাউম অর্থ শক্তিশালী ঈগল
শক্তিশালী ঈগল

ঘূর্ণিঝড় মিগজাউম অর্থ শক্তিশালী ঈগল

ঘূর্ণিঝড় মিগজাউম বা মিচাউং হল একটি গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় যা ২০২৩ সালের ডিসেম্বরে বঙ্গোপসাগরে গঠিত হয়। ২০২৩ সালের উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় মৌসুমের পঞ্চম নামকৃত ঘূর্ণিঝড় ছিল।

২ ডিসেম্বর ২০২৩ রবিবার সকালে ভারতের আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে গভীর নিম্নচাপটিকে মিগজাউম নাম প্রদান করা হয়। সাইক্লোন মিচাউং ২৯ নভেম্বর,২০২৩ তারিখে দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপ অঞ্চল থেকে গঠিত হয়েছিল।

লঘুচাপ অঞ্চলটি ২ ডিসেম্বর একটি নিম্নচাপে পরিণত হয় এবং ৩ ডিসেম্বর একটি গভীর নিম্নচাপ হিসেবে তীব্রতা বৃদ্ধি করে। ৩ ডিসেম্বর সকালে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে মিগজাউম ঘূর্ণঝড়ে পরিণত হয়।

নামকরণ:মিগজাউম নামটি মায়ানমার এর দেয়া। মিগজাউম হল একটি বার্মিজ শব্দ যার অর্থ “একটি বড়,শক্তিশালী ঈগল “।

৩ নভেম্বর ২০২৩
এজি