বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদের উদ্যোগে ঘুষ ছাড়া চাকরি চাই দাবিতে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে শনিবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৩টায় গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা যুব ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে গণস্বাক্ষর কর্মসূচী চলাকালে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা. জালাল উদ্দিন রুমি, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, চাঁদপুর সরকারি কলেজ ইংরেজী বিভাগের ছাত্র জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা যুব ইউনিয়নের সহ-সভাপতি রনজিত সরকার ও জেলা সদস্য রোজি আক্তার।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সহ-সাধারণ সম্পাদক মোঃ হোসাইন ইয়াছিন।
গণস্বাক্ষর কর্মসূচীতে বিভিন্ন শ্রেণি-পেশা ও সকল বয়সী লোকজন স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর দেন।
প্রেস বিজ্ঞপ্তি : আপডেট, বাংলাদেশ সময় ১০:২০ পিএম, ১০ জুলাই ২০১৬, রোববার
ডিএইচ