প্রথম সেশনটি ছিল পুরো লঙ্কান ব্যাটসম্যানদের। আর দ্বিতীয় সেশনটি বাংলাদেশের বোলারদের। মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা।
এর ফলে ৪৯৪ রানে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি হয়। বিরতির পর প্রথম ইনিংসে ব্যাট করতে নামবে মুশফিকরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। দুটি নিয়েছেন কাটারবয় মোস্তাফিজুর রহমান। একটি করে শিকার করেছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও শুভাশিষ রায়।
শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রহকারী কুশল মেন্ডিস। ১৯৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। তার বড় ইনিংসের সুবাদেই বিশাল স্কোর গড়েছে লঙ্কানরা।
এছাড়া অর্ধশত করেছেন গুনারত্নে, পেরেরা ও ডিকওয়েলা।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ২: ৫০ পিএম, ০৮ মার্চ ২০১৭, বুধবার
ডিএইচ