Home / শিল্প-সাহিত্য / ঘুমন্ত মানবতা : ওবাইদুল হক
ঘুমন্ত মানবতা : ওবাইদুল হক

ঘুমন্ত মানবতা : ওবাইদুল হক

 

( উৎসর্গ রাজন)

.
মানবতা আমায় বার বার কাঁদিয়ে যায়,
কিন্তু আমি নীরব হয়ে,
ভয়ে সব সহ্য করে যায়,
কবি আমি, কাব্য দিয়ে, কত আর
বিদ্রোহ গড়ি,
আপন কৌঠায় যে নেই চালের ভাত।

.
এ যুগে সত্য বলা সে  মহা পাপ
প্রত্তিরা সবে তাকিয়ে আছে
যদি বলি তাদের বিরুদ্ধে
মিথ্যের কারাগার সে কত দূর আর
আমায় হেনস্তা করা হবে সে তাদের স্বভাব।

.
যদি বলি কোথায় খোয়া গেছে মানব সভ্যতা
অসভ্যদের মিছিলে ভরা সব সভ্যের ধারা।
কে তারে তুমি মহৎ জানিবে
মহত্বদের হানিছে হাকিছে নুইতে।

.
দিবারাত্রি মরছে রাজন-সাজন,
ছোট্র শিশুর করুণ আর্তনাদ কে শুনে জন।
বাঁচাবার তরে কেউ নাই
মরিয়া জানিয়া গেল
এই দেশে মানুষ নামের দানব আছে
দানবরে বিপরীতে মানুষ কেহ নাই।
আর মিডিয়া তারে লয়ে করছে বাণিজ্য
রাজনীতিবীদরা দোষে একে অপরকে
অসহায়রা কোনোমতে গোপনে অশ্রু ঝরায়

জ্ঞানীরা রয়েছে নীরব ভূমিকায়।
এই হল আজিকার শ্রেষ্ঠ মানবতা।

.
আবুধাবী/ আরব আমিরাত
১৪-৭-১৫/ মঙ্গলবার

 

আপডেট :   বাংলাদেশ সময় : ০১:৫৩ অপরাহ্ন, ২৯ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ,  মঙ্গলবার ১৪ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি