ইঞ্জি.মমিনুল হক ঘাত-প্রতিঘাত সহ্য করে মাঠে ছিলেন : কবি আব্দুল হাই সিকদার

সৌদি আরব রিয়াদ শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি মো.ফখরুল ইসলাম বিলাসের আমন্ত্রণে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার বিকেল পর্যন্ত উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির নাহারা গ্রামে বিলাসের বাড়িতে অনুষ্ঠিত হয়। ওই সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ মোজাহের হোসেনের সভাপ্রদানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা এবং বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার। তিনি বলেন শাহরাস্তি- হাজীগঞ্জ নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক যে সমীকরণ তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

তিনি বলেন ,‘ ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বের প্রতি কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্বের আস্থা দেখে সত্যিই আমি মুগ্ধ। ইঞ্জিনিয়ার মমিনুল হক আপনাদেরকে সংকটে দুঃখে দুর্দশা মামলা- হামলায় নির্যাতনের শিকার হয়ে দুঃসময়ে আগলে রেখেছেন। ঘাত-প্রতিঘাত সহ্য করে মাঠে ছিলেন। এরকম একজন পরীক্ষিত নেতা হিসেবে দাবি করতে পারেন, মমিন ভাই আপনাদের নেতা নয়, আমারও নেতা। ইঞ্জি. মমিনুল হক শাহরাস্তি-হাজিগঞ্জের নেতা নয় তিনি সারা বাংলাদেশের নেতা।আগামী দিনে আপনারা মন্ত্রি হিসেবে দাবি করা।’

সৌদি আরব শাখার বিএনপি সভাপতি মো. ফখরুল ইসলাম বিলাসের স্বাগত বক্তব্য শেষে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি,শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি.মমিনুল হক। তিনি বলেন, ‘ রাষ্ট্রে নানা সমীকরণের রাজনীতি চালু রয়েছে। বিএনপি কোনো ষড়যন্ত্রের রাজনীতিতে পা দিবে না। সেজন্য তিনি সকল নেতাকর্মী সমর্থকদেরকে সক্রিয় থেকে অপরাজনীতি অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজির সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো. হুমায়ূন কবির বেপারী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও বাংলাদেশ চীন কালচারাল সেন্টারের সভাপতি ।’

উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ রুপন পাটোয়ারী,আবুল কালাম আতাহার, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন,সাবেক বিএনপি নেতা মো. আক্তার হোসেন পাটোয়ারী,পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো.আবুল কালাম পাটোয়ারী,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম,সাবেক উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান,যুবদলের নেতা মো. ইকবাল হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম-সম্পাদক গাজী ফিরোজ,পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মো. মাসুদ আলম, সদস্য সচিব মো.মোয়াজ্জেম হোসেন শিপন,উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জি: এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক,ওলামা দলের নেতা মাও.মোস্তাফিজুর রহমান,বিএনপি নেতা কাদের রাব্বানী, এনামুল গনি ।

রায়শ্রী দক্ষিণ ইউপি’র বিএনপি নেতা আব্দুস সাত্তার, ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব আলম, সুমন মেম্বার প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া শাহরাস্তি উপজেলা ও সকল ইউপির, ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।

মো.জামাল হোসেন
২৯ অক্টোবর ২০২৪
এজি

Share