‘১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেট জাতির পিতাকে কেড়ে নিয়েছিলো। ছোট্ট ছেলে রাসেলকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিলো।’
শনিবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আজ স্কুল কলেজগুলোতে শেখ রাসেলের নামে ডিজিটাল ল্যাব স্থাপিত হচ্ছে। আগামি প্রজন্ম যেনো ডিজিটাল ল্যাব ও ল্যাঙ্গুয়েজ ল্যাবের মাধ্যমে প্রযুক্তিগত কোনো সমস্যায় না পড়তে হয়। সমগ্র জাতিকে সন্ত্রাস ও জঙ্গিবাদ রক্ষায় এগিয়ে আসতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন, ভূমি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুর রহমান, চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, রাজস্ব আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা শিক্ষা অফিসার সফিউদ্দিন আহমেদ, প্রেস ক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।
: আপডেট, বাংলাদেশ সময় ১২:৩০ পিএম, ১৩ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ