কচুয়ায় জরাজীর্ণ ঘরে বুদ্ধি প্রতিবন্ধীর বসবাস

চাঁদপুরের কচুয়া উপজেলার বধুন্ডা গ্রামের অধিবাসী বুদ্ধি প্রতিবন্ধী আয়াত আলী মিয়া দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে এক সন্তান নিয়ে বসবাস করছেন।

প্রতিবন্ধী আয়াত আলীর স্ত্রী শিরতাজ বেগম প্রায় ১২ বছর পূর্বে মারা যান। মাজেদা আক্তার নামে বাক প্রতিবন্ধী মেয়ে রয়েছে তার। ছোট একটি ভাঙা ও জরাজীর্ণ ঘরে তাদের বসবাস।

প্রতিবন্ধী আয়াত আলী সামান্য প্রতিবন্ধী ভাতা পেলেও মেয়ের এখনো একটি ভাতা কার্ড হয়নি।

একটু বৃষ্টি হলে জরাজীর্ণ এই ঘরে পানি ভরে যায়। যার কারনে ওই ঘরে বসবাস করতে কষ্ট হয় তাদের। তাই একটি সরকারি ঘর পেতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন অসহায় এই পরিবারটি।

প্রতিবেশী দেলোয়ার হোসেন,আব্দুল মবিন ও নুরজাহান বেগম বলেন, আয়াত আলী মিয়া একজন বুদ্ধি প্রতিবন্ধী। কয়েক বছর পূর্বে তার স্ত্রী মারা যান।

একমাত্র বাক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ভাঙ্গা ঘরে অনেক কষ্টে জীবন যাপন করেন সে। তাই একটি সরকারি ঘর দিতে সরকারের প্রতি জোর আবেদন করছি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারেক সর্দার জানান, নামের তালিকা তৈরি করে সরকারি ঘর পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু, ৩ জুলাই ২০২১

Share