চাঁদপুর

ঘরে বসেই চাঁদপুরে পহেলা বৈশাখ উদযাপন

করোনাভাইরাসের প্রভাবের ফলে এবার বাইরে পহেলা বৈশাখ উদযাপন হয়নি। তবে তাতেকি ঘরে বসেই গৃহবন্দী মানুষগুলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করেছে। বাড়ি বাড়ি আয়োজন হয়েছে বৈশাখী খাবার। এছাড়া বৈশাখী শাড়ি ও পাঞ্জাবি পড়ে অনেকেই বাড়ির বারান্দা এবং ছাদে সময় কাটাতে দেখা গেছে।

বাঙালি হয়তো কোন বছরই এমন ভাবে বৈশাখ উদযাপন করেনি। নববর্ষকে বরণ করে নিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ফেসবুক, ম্যাসেঞ্জার, ইমোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিডিও কলের মাধ্যমে এক অপরের সাথে কৌশল বিনিময় করছেন। শুধু তাই নয়, বৈশাখী সাজে তাড়া ঘরে থাকুন, সুস্থ্য থাকুন এমন ছবি তুলে পোষ্ট করছেন।

প্রতি বছর বাংলা নববর্ষকে ঘিরে বাঙালিদের নানা পরিকল্পনা থাকলেও এবার করোনাভাইরাসের প্রভাবের ফলে সবকিছু ভেস্তে গেছে। মানুষ এখন আল্লাহর কাছে প্রার্থনা করছে খুব দ্রুত যেনো এই মহামারি থেকে সারাবিশে^র মানুষ মুক্তি পায়।

প্রতি বছর চাঁদপুর শহরে পহেলা বৈশাখের উৎসব খুব চমৎকার করে আয়োজন করো জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও চাঁদপুর প্রেসক্লাব। কিন্তু এ বছর করোনা ভাইরাসের কারনে সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় চাঁদপুরেও সব আয়োজন বন্ধ রাখা হয়েছে।

চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী আফসানা, কানিজ ফাতেমা ও নিসাত ইমরোজ জানান, বাংলা নববর্ষকে ঘিরে প্রতিবছর কলেজে আমারা বিভিন্ন কার্যক্রম করে থাকি কিন্তু করোনাভাইরাসের কারনে কলেজে এবার কোন আয়োজন হয়নি। আমরা সকল বন্ধুরা ঘরে বসেই বৈশাখ উদযাপন করেছি। আমরা সকল বন্ধুরা ফেসবুক গ্রুফের মাধ্যমে নিজেদের মনের বাব প্রকাশ করেছি।

সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শহীদ পাটওয়ারী বলেন, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বাঙালির অন্যতম একটি দিন। বৈশাখের এদিনে বাঙালি আজ ঘরবন্দি। করোনাভাইরাস থেকে নিজে এবং পরিবারকে মুক্ত রাখতে সকলকে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে থাকতে হবে। তাহলে এ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।

প্রতিবেদক:শরীফুল ইসলাম,১৪ এপ্রিল ২০২০

Share