Home / চাঁদপুর / ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিন, ৩১ দফার কথা জানান: এম এ হান্নান
তারেক রহমানের

ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিন, ৩১ দফার কথা জানান: এম এ হান্নান

“আগামী নির্বাচন অনেক কঠিন হবে। অতীতের সমস্ত নির্বাচন থেকে এই নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাই ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিন এবং ৩১ দফার কথা জানান। তারেক রহমান ঘোষিত ৩১ দফায় জনগণের আশা আকাঙ্খার কথা ব্যক্ত হয়েছে। ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির জনসভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান এসকল কথা বলেছেন।

গত ১৭ বছর মানুষ কথা বলতে পারেনি, রাজনীতি করতে পারেনি। নিজের মতপ্রকাশ এবং ভোট দিয়ে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নি। ফলে এখন তারা মুখিয়ে রয়েছে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে জাতীয় সংসদে পাঠাবে। তবে এই উপচে পড়া ভিড় এবং পতিত আওয়ামী লীগ না থাকায় নিশ্চিন্ত থাকার সুযোগ নেই। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যেই বলেছেন, আগামী নির্বাচন কঠিনতর নির্বাচন হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি আয়োজিত রূপসা আহম্মদিয়া
উচ্চ বিদ্যাল মাঠের জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বিল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোজাম্মেল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু জাফর খসরু মোল্লা, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম নজু পাটওয়ারী, মহসীন মোল্লা, পৌর বিএনপির আহবায়ক আমানত গাজী, যুগ্ম আহবায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা মহিলা দলের আহবায়ক রেবেকা সুলতানা, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাছির আহমেদ, সদস্য আমির হোসেন নফর আলি মুন্সী, হুমায়ূন কবির টিপু, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন খান, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান মনা, আব্দুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক আল-আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু, উপজেলা ছাত্রদলের সদস্য মনির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক রিফন হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

প্রতিবেদক: শিমুল হাছান, ২০ ডিসেম্বর ২০২৪