ঘরের ভেতরে আগুন পোহানোর জন্য রাখা পাত্র থেকে শিশুসহ তিন জনের অগ্নিদগ্ধ হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৭ টার দিকে চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোড হরিজন সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে
দগ্ধরা হলেন রবি হরিজনের ছেলে সুনিল হরিজন (১৮), বিধান হরিজন (৩০) ও তার শিশুপুত্র বির হরিজন (৩)।
এর মধ্যে সুনিল হরিজনের পুরো শরীর, শিশু বীর হরিজনের মুখ ঝলসে গেছে। দু’জনের অবস্থা বেঘতিক দেখে ঢাকায় রেফার করা হয়েছে।
আহত বিধান হরিজন জানায়, ‘প্রতিদিনের মতো কাজের থেকে এসে পরিবারের সবাই মিলে আগুন রাখা পাত্রের মধ্যে গরম পোহানোর সময় শিশু বির হরিজনের মুখে আগুন ধরে যায়, শিশুটির চিৎকারে সুনিল হরিজন জার্সি পরা অবস্থায় ছুটে এসে উদ্ধার করতে গেলে জার্সি থেকে তার শরীরেও আগুন লেগে যায়।’
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রহলদ ও তার সঙ্গীয় ফোর্স এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তারা যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এসআই প্রহলদ চাঁদপুর টাইমসকে জানায়, ‘আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি, তদন্ত ছাড়া ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
।। আপডটে, বাংলাদশে সময় ১০ : ০০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৬ শুক্রবার
ডিএইচ