ঘরের চালে ঢিল মারাকে কেন্দ্র করে একজন নিহত

ময়মনসিংহ সদর উপজেলার মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় চাঁন মিয়া (৪০) নামে এক ভ্যানচালক খুন হয়েছে। ঘরের চালে ঢিল মারাকে কেন্দ্র সংঘর্ষের জেরে বৃহস্পতিবার রাতে দু’পক্ষের হামলা আহত চাঁন মিয়াসহ তিনজন আহত হন। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় চাঁন মিয়া মারা যান।

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মীর্জাপুর বিলপাড় গ্রামের ভ্যানচালক চাঁন মিয়ার সাথে জমি নিয়ে তার প্রতিবেশি চাচা তারা মিয়ার বিরোধ চলছিলো।

বৃহস্পতিবার রাতে চাঁন মিয়ার ঘরের চালে ঢিল মারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতন্ডের এক পর্যায়ে তারা মিয়ার লোকজন লাঠিসোটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে চাঁন মিয়ার ওপর হামলা করে। এতে চাঁন মিয়া, তার চাচাতো ভাই শাহজাহান ও কামরুল ইসলাম মারাত্মক আহত হন। রাতেই তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে চাঁন মিয়া মারা যান।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক:
আপডেট, বাংলাদেশ সময় ৭:৩০ পি.এম, ১ ডিসেম্বর ২০১৭,শুক্রবার
এএস

Share