একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার(০৯ নভেম্বর) সকাল ১০টায় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুটি আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।
আজ শুক্রবার সকাল শোয়া ১০টার দিকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম কেনেন ওবায়দুল কাদের। তবে কোন কোন আসনের জন্য এগুলো সংগ্রহ করা হয়েছে তা জানা যায়নি।
প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ওবায়দুল কাদের।
তবে কোন আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে তা এখনো নির্ধারিত হয়নি। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আগামী রবিবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। তাতে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। (কালের কন্ঠ)
বার্তা কক্ষ