ঘন কুয়াশায় চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে রোববার (১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফলে চাঁদপুর হরিনা ফেরিঘাট এলাকায় প্রায় শতাধিক গাড়ি আটকা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চাঁদপুর ফেরিঘাট ইনচার্জ মো. ফয়সাল আলম চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরে মেঘনা নদীর শরীয়তপুর সীমানায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশা কিছুটা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
স্টাফ করেসপন্ডেট, ১ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur