দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌযান চলাচল নিয়ে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।
এদিকে তীব্র শীতে কাঁপছে দেশের বেশির ভাগ জেলা। সেই সঙ্গে ঘন কুয়াশা রয়েছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। লোকজন কনকনে ঠাণ্ডার কারণে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না।
এ ছাড়া শীতের কারণে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur