Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ঘনিয়া দরবারে ছাত্রদের ছবক ও হাফেজদের পুনর্মিলন
gonya-pic

ঘনিয়া দরবারে ছাত্রদের ছবক ও হাফেজদের পুনর্মিলন

শতবছরের ধর্মীয় প্রতিষ্ঠান ফরিদগঞ্জের ঘনিয়া সাঈদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা এন্ড কারিগরি কলেজ হেফজখানা শাখার ছাত্রদের সবক ও নতুন পুরাতন হাফেজদের পুর্ণমিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৮ বুধবার রাতে ঘনিয়া দরবার শরীফের কমপ্লেক্সে বর্তমান পীর আলহাজ্ব হযরত মাও.মুহাম্মদ জুনায়েদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পীরজাদা অধ্যাপক আলহাজ্ব মাও. মুহাম্মদ নাজমূল হক আখন্দ।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজাপুরা দরবার শরীফের পীর মাও. নাদিমুল রশিদ আল কাদেরী, রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন, ফরিদগঞ্জের ৪নং সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মেম্বার, ঘনিয়া সাঈদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও.ফেরদৌস,

উপাধ্যক্ষ মাও. মনির আহম্মেদ, অবসরপ্রা„প্ত প্রধান শিক্ষক আমির হোসেন, মানুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর বেপারী ও সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী নেতা ইউসুফ প্রমুখ।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ১৯ ডিসেম্বর ২০১৯