আয়েশা (১৮) নামে এক নববধূ বাসরঘরে বিষ খাইয়ে বরকে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১২ মে) ভোর ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর অসুস্থ অবস্থায় বর তরিকুল ইসলামকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
তরিকুল ঘনিমহেশপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। আয়েশা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ঝাকুয়াপড়া গ্রামের আব্দুল আলীর মেয়ে।
তরিকুলের পরিবারের লোকজন ও স্থানীয়দের অভিযোগ, সোমবার তরিকুলের সঙ্গে আয়েশার বিয়ে হয়। রাতে কনেকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। ভোর ৪টার দিকে বাসরঘরে যান। এ সময় কনের দাদী ও তার দুই ছোট বোন ওই ঘরে ছিলেন।
স্থানীয় রীতি অনুযায়ী বাসরঘরে বরকে দুধ ও পান খাওয়ানোর নিয়ম রয়েছে। তা না করে নববধূ বাসরঘরে বরকে পানি পান করান। সেই সঙ্গে নিজেও এক গ্লাস পানি পান করেন।
পানি পান করার কিছুক্ষণ পরেই তরিকুল ব্যাথায় কাতরাতে থাকেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে ও পরে পার্শ্ববর্তী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে, পরে, ওই ঘরে তল্লাশি চালিয়ে একটি বিষের শিশি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নববধূকে আটক করে রেখেছে এলাকাবাসী।
খবর পেয়ে কনের বাবা-মাসহ পরিবারের লোকজন বরের বাড়িতে উপস্থিত হন। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিতব্য বিয়ের বৌভাত অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে।
এ ব্যাপারে কনে আয়েশার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি কথা বলতে রাজি হননি।
স্থানীয় রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কনের অভিভাবকরা ঘটনাস্থলে আসায় স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
চাঁদপুর টাইমস/ডিএইচ/2015