চাঁদপুর শহরের কুমিল্লা রোড এলাকার গ্রেন্ড সিটি রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর -এর বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
৩ জুন সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর -এর সহকারী পরিচালক নুর হোসেন।
অভিযান চলাকালে গ্র্যান্ড সিটি রেস্টুরেন্ট বার্গারের বন রুটির গায়ে উৎপাদন তারিখ না থাকা এবং নিজেরা তারিখ বসানোর অভিযোগ প্রমানিত হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর -এর সহকারী পরিচালক নুর হোসেন বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো ভোক্তার অধিকার সংরক্ষণ করা। ব্যবসায়ীরা সৎভাবে সততার সাথে ব্যবসা পরিচালনা করলে আমরা ব্যবসায়ীদের সকল প্রকার সহযোগিতা করব। আমরা কোন ব্যবসায়ীকে জরিমানা করতে চাই না। তারা আইন অমান্য করলে আমরা বাধ্য হয়ে তাদের জরিমানা করি। তিনি বলেন চাঁদপুরে ভোক্তার অধিকার সংরক্ষণে আমাদের এই অভিযান চলমান থাকবে।
অভিযানে সহযোগিতায় ছিলেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৩ জুন ২০২৪