তিন দিনে গ্রেফতার এক হাজার ৮৬৬ জন
অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত থেকে শুরু হওয়া এ অভিযানে সোমবার (১৫ ডিসেম্বর) রাত পর্যন্ত তিন দিনে এক হাজার ৮৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১২টি অস্ত্র। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৮২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এসব তথ্য জানান।
জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর শনিবার (১৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে কোর কমিটি ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অবিলম্বে চালুর সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী ওই দিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযান শুরু করে।”
চাঁদপুর টাইমস ডেস্ক/
১৭ ডিসেম্বর ২০২৫