ফরিদগঞ্জে মধ্যযুগীয় কায়দায় নারীকে নির্যাতন, গ্রেপ্তার ২

চাঁদপুরে চুরির অপবাদে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৬ সেপ্টেম্বর রোববার রাতে অভিযান চালিয়ে এসআই মো. নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোফাচ্ছের হোসনে (২৮) ও তার ছোট ভাই ইয়াসিন (২৩)কে আটক করে।

এর আগে গত শুক্রবার বিকেলে স্বর্ণের চেইন চুরির অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছিল প্রতিবেশীরা। তবে নির্যাতিতা নারী এবং তার স্বজনরা জানান, মিথ্যা অপবাদ দিয়ে এমন অমানবিক ঘটনা যারা ঘটিয়েছে,তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

গত শুক্রবার বিকেলে জেলার ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামে এই ঘটনায় গুরুতর আহত স্বামী পরিত্যক্তা ওই নারী এখন চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে বেধড়ক পেটানোর ফলে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে মারাত্মকভাবে ক্ষতের সৃষ্টি হয়।

এদিকে,নির্যাতিতা নারী তাসলিমা বেগম রোববার সন্ধ্যায় ৫ জনকে আসামি করে ফরিদগঞ্জ থানায় মামলা করেন করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করে। এই মামলায় অন্য আরো যে তিন আসামি রয়েছে তারা হচ্ছেন- রায়হান হোসেন (২০), শামসুন্নাহার (৫০) ও আমেনা বেগম (২০)। জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, এই তিনজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন… ফরিদগঞ্জে চুরির অপবাদ দিয়ে নারীকে মারধর

যেভাবে চালানো হয় নারীর ওপর নির্যাতন:

ঘটনাস্থলের পাশ থেকে মুঠোফোনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবক কাঠের গুড়ি দিয়ে বেধড়ক পেটাচ্ছে এক নারীকে। আর ওই যুবককে সহায়তা করছে আরো কয়েকজন। দুই মিনিটেরও বেশি ওই ফুটেজে এমন ঘটনার শেষের দিকে নির্যাতিতা নারীকে রক্ষায় কয়েকজন এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। চাঁদপুরের ফরিদগঞ্জের রুস্তমপুর গ্রামে গত শুক্রবার বিকেলে এমন নির্মম ঘটনা ঘটে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, রোববার রাতে উক্ত মারামারীর বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়ার সাথে আমরা দুজনকে আটক করে জেলহাজতে প্রেরন করেছি এবং বাকি আসামীদের আটকের জন্য চেষ্টা করছি।

প্রতিবেদকঃ শিমুল হাছান, ২৭ সেপ্টেম্বর ২০২১

Share