করোনা সংক্রমণ ঠেকাতে চলা ‘লকডাউন’-এর চতুর্থ দিন চলছে। আজ রোববার রাজধানীতে অনেকে জরুরি প্রয়োজনে রাস্তায় বের হলেও আগের তিন দিনের মতো আজও কেউ কেউ কোনো কাজ ছাড়াই বের হয়েছিলেন রাস্তায়। আর তাদের ঠেকাতে তৎপর ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।
আজ দুপুর ১২টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অবধি তিন শতাধিক গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া আট লাখ টাকারও বেশি জরিমানা করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম।
ইফতেখায়রুল ইসলাম জানান, লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নে নানা সংস্থা দায়িত্ব পালন করছে। চেকপোস্ট ছাড়াও পুলিশের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালাচ্ছে। রবিবার দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৩০৯টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে আট লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।
ঢাকা চীফ ব্যুরো, ০৪ জুলাই, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur