ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ১৮ জুলাই রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পশ্চিম চরকুমিরা এলাকার আলীর দোকানের সামনে অভিযান চালিয়ে বাবুল গাজী (৩৫) নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল গাজী গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা এলাকার মৃত নাছির গাছীর ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহ আলম বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীসহ অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবুল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার ১৯ জুলাই আদালতে পাঠানো হয়েছে ।

১৯ জুলাই ২০২৫
এজি