Home / সারাদেশ / পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৮৭
Arrest

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৮৭

গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে ১ হাজার ৭৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৩৭৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪১৪ জন।

সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪ রাউন্ড ১২ বোর শটগানের লিট বল কার্তুজ, ১টি পাইপগানের পিস্তল, ৩টি চাপাতি, ২টি চাকু, ১টি দেশে তৈরি এলজি, ১টি পাইপগান, দেশি পিস্তল ১টি, ১ রাউন্ড গুলি, ককটেলসদৃশ বস্তু ৫টি ও ১টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।

পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান এআইজি ইনামুল হক সাগর।

৯ জুলাই ২০২৫
এজি