ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কিত ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার ২১ জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে সংস্থাটি বলছে,গ্রেপ্তারকৃত ব্যক্তিরা শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ,রাষ্ট্রবিরোধী প্রচারণা,মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত।
ইরানের আধা-সরকারি নিউজ এজেন্সি ফার্স জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে বলে দাবি করছে কর্তৃপক্ষ।
তেহরান পরমাণু অস্ত্র বানানোর দিকে এগিয়ে যাচ্ছে, এমন অজুহাতে ইসরায়েল ১৩ জুন বিনা উসকানিতে ইরানে হামলা চালায়। তারা ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিককে হত্যা করে। হামলায় ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।
ইরানের সামরিক বাহিনী এ হামলার পাল্টা জবাব দিতে শুরু করে। এদিকে দখলদার ইসরায়েলের আগ্রাসন নি:শর্তভাবে বন্ধই লড়াই অবসানের একমাত্র পথ বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শুক্রবার এক্স-এ-একটি পোস্টে তিনি লেখেন-আমরা সর্বদা শান্তি ও শান্তির জন্য প্রচেষ্টা চালিয়েছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে আরোপিত যুদ্ধের অবসানের একমাত্র উপায় হলো শত্রুর আগ্রাসনের ‘নি:শর্ত অবসান’ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের দু:সাহসিকতার অবসানের সুনির্দিষ্ট নিশ্চয়তা।
২১ জুন ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur