মতলব দক্ষিণ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল হাসেম গত জুলাই মাসে গ্রেপ্তারি পরোয়ানা তামিলে চাঁদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
সোমবার (২২ আগস্ট) চাঁদপুর পুলিশ লাইনে সন্ত্রাস, জঙ্গবাদ ও নাশকতা বিরোধী সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে তাকে প্রশংসাপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজ মোঃ শফিকুল ইসলাম বিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত, সহকারী সাব ইন্সপেক্টর মো. আবুল হাসেম ২০১৫ সালের অক্টোবর মাসে মতলব দক্ষিণ থানায় যোগদান করেন। তার গ্রামের বাড়ি নোয়াখালি জেলার সুধারাম উপজেলায়। তিনি ১৯৯৮ সালে পুলিশের চাকারিতে যোগদান করেন।
এদিকে সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল হাসেম গ্রেপ্তারি পরোয়ানা তামিলে চাঁদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিন তাকে অভিনন্দন জানিয়েছেন।
মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৩:৪০ এএম, ২৪ আগস্ট ২০১৬, বুধবার
ডিএইচ