বোমা নিহত আঃ কুদ্দুছ স্মরনে হাইমচর আওয়ামী লীগের কর্মসূচি

বি এম ইসমাইল:
হাইমচরের কৃতি সন্তান আওয়ামী স্বেচ্ছাসেবললীগের কেন্দ্রীয় নেতা ২১ আগষ্ট বঙ্গ বন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় নিহত আঃ কুদুছ পাটওয়ারী স্মরনে উপজেলা আওয়ামী লীগ শোক র‌্যালি, শহীদের কবরে পুষ্পস্তবক অর্পন, মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ অনেক কর্মসূচি পালন করেছে।

(২১ আগস্ট) শুক্রবার সকাল ৮ টায় হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক (ভারপাপ্ত) এর নেতৃত্বে উপজেলা সদর দলীয় কর্যালয় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শহীদ আঃ কুদুছ পাটওয়ারী প্রতি পুষ্পমাল্য অর্পণ এবং একটি শোক র‌্যালি উপজেলা সদরে গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শহীদ আঃ কুদ্দুছ পাটওয়ারীর কবরে পুষ্পস্তাবক অর্পন করেন। পুষ্পস্তাবক অর্পন শেষে শহীদ আঃ কুদ্দুছ পাটওয়ারীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

সকাল ১০টায় উপজেলা আ’লীগ কর্যালয় উপজেলা আ’লীগ সভাপতি মোতালেব জমাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)মোঃ মোস্তাফিজুর রহমান চোকদারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আ’লীগ সভাপতি মোতালেব জমাদার বলেন, ‘আজকের এইদিনে বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের হত্যার উদ্দেশ্য যে ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছে আল্লাহর রহমতে শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও হাইমচরের কৃতি সন্তান শহীদ আঃ কুদ্দুছ পাটওয়ারীসহ ২৪ জন শাহাদাৎ বরণ করেন। আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই। আগস্টের এই মাসে যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং দলীয় নেতা কর্মীদের ফাঁসানোর চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে উর্দ্ধতন সংগঠনের নিকট জরুরি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

সম্প্রতি হাইমচরে মাদকব্যবসায়ী কর্তৃক পুলিশের ওপর হামলার ঘটনার প্রতি তিনি ইঙ্গিত করে বলেন, ‘এই শোকের মাসে যারা আইনশৃংখলা বাহিনীর ওপর হামলা করে আহত করে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। যারা নিরাপরাধ তাদেরকে হয়রানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের নিকট অনুরোধ যানাচ্ছি।’

তিনি আরো বলেন ‘২নং আলগী উঃ ইউনিয়নের যুবলীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার, সাংগঠনিক মোঃ সোহাগ মাঝি এবং আ’লীগ নেতা মঞ্জুরুল আলম লিটন সিকদার সেই দিনের ঘটনার সাথে দুরতম সর্ম্পকও নেই। ’

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্ত রাখেন- উপজেলা আ’লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শাহ্ জাহান মিয়া, তথ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ভোলা মাঝি, আ’লীগ নেতা নাছির বেপারী, খালেক খাঁন , ইউপি মেম্বার মন্টু গাজী, ৩নং আলগী দক্ষিন ইউনিয়নের আ’লীগের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন টিটু, তরুনলীগের সভাপতি মোঃ হাফেজসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।

Share