একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
২১ আগস্ট রোববার সকালে কর্মসূচির শুরুতেই জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর নেতৃবৃন্দরা ২১ আগষ্ট নিহত শহীদ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুর রশিদ সরদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাসের বাচ্চু পাটোয়ারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মিঠু, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিকুর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, শ্রমবিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া,সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভুইয়া কালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবর, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটোয়ারী, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক এম এ হাসান লিটন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, সাধারণ সম্পাদক মানিক দেওয়ান,জেলা তাঁতী লীগের সভাপতি নুর মোহাম্মদ পাটোয়ারী, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. হাবিবুর রহমান লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টুটুন মজুমদার, সুমন মজুমদার প্রমুখ।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ, রেলওয়ে শ্রমিক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সবশেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম,২১ আগস্ট ২০২২