আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ড. কামাল পাকিস্তানি ভাষায় পুলিশকে গালি দেন জানোয়ার, সাংবাদিকদের বলেন খামুশ।
তিনি বলেন, ‘ড. কামালের মুখের ভাষা পাকিস্তানি। তার শ্বশুরবাড়ি পাকিস্তান, তার মানসিকতা পাকিস্তানি। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে তার জায়গা নেই।’
তিনি আজ বেলা সাড়ে ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সমর্থনে অনুষ্ঠিত বিশাল জনসভায় বক্তৃতা কালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নৌকার বিকল্প নৌকা। হাওয়া ভবন নয়।
ওবায়দুল কাদের প্রশ্ন করেন, রাজনীতিতে নেতা থাকে কিন্তু ঐক্যফ্রন্টের নেতা কে? ড. কামাল হোসেন? ড. কামাল হোসেনের মতো লোক আজ আজীবন দণ্ড প্রাপ্ত তারেক রহমানের কথায় চলেন।
জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার লতিফুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সোবহান হাসানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন কুমিল্লা-১১ সংসদীয় আসন চৌদ্দগ্রামের নৌকা প্রতীকের প্রার্থী রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব।
এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল
২৬ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur