গ্রেনেড হামলার প্রতিবাদে হাজীগঞ্জে সভা ও মিলাদ

২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে হাজীগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট রোববার বিকেলে বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ, উন্নয়ন সমন্বয় কমিটিসহ অঙ্গসহযোগী সংগঠনের যৌথ আয়োজনে গ্রেনেড হামলা নিহতদের স্বরণে আলোচনা সভা, মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে হাজীগঞ্জ -শাহারাস্তি আসনের অভিভাবক মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি টেলিকনফারেন্সে বলেন, আওয়ামী লীগের সভানেত্রীসহ নীতিনির্ধারকদের হত্যার লক্ষে সেইদিন বিএনপি জামাত ঢাকায় গ্রেনেড হামলা চালায়। আল্লাহর রহমতে সেইদিন শেখ হাসিনাসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা প্রাণে বেচেঁ যায়।  আজকে দেশে এতো উন্নয়ন সম্ভব হয়েছে শেখ হাসিনা বেচেঁ আছে বলে। তার পরেও ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি।

এজন্য আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মীরা সজাগ থাকতে হবে যেন বিএনপি জামায়াতের অনুসারীরা দলে প্রবেশ করতে না পারে। আওয়ামী লীগের এ উন্নয়নের ধারা আমাদের ধরে রাখতে হলে আগামি নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

আলোচনা সভায় গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য মো. হাবিবুর রহমান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন।

এ সময় আরো বক্তব্য রাখেন, প্রবীন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযুদ্ধা মো. ছিদ্দিকুর রহমান, আ. রব খোকন বিএসসি, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবু তাহের,  রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আ. হাদি মিয়া, কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানীয়া, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম (হাসু), উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন।

ওই সময় হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন উন্নয়ন কমিটির আহবায়ক এস এম মানিক, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাছান রাব্বিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,২১ আগস্ট ২০২২

Share