পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রেটার কুমিল্লা ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে রমজানের তাৎপর্যের উপর আলোকপাত-ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২১ এপ্রিল বৃহস্পতিবার বিকালে রাজধানীর বিজয়নগরে আকরাম টাওয়ারের সুং গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রেটার কুমিল্লা ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মাহবুবা হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কর কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম।
গ্রেটার কুমিল্লা ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইফতার উদযাপন কমিটির সদস্য সচিব কাজী তাজুল ইসলামের পরিচালনায় এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইফতার উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফা, সাবেক সংসদ সদস্য শাহ জিবরুল আহমেদ, ঢাকা ট্যাক্সবার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, খোরশেদ আলম, হুমায়ুন কবির, ঢাকা ট্যাক্সবার এসোসিয়েশনের বর্তমান সভাপতি আবু আমজাদ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন শতাধিক আইনজীবি।
এদিকে বৃহত্তর কুমিল্লার আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অ্যাডভোকেট আব্বাস উদ্দিন বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে বার ও রাজস্ব বোর্ডের ব্যাঞ্চের মধ্যে সু-সর্ম্পক স্থাপন হয়েছে। আগামীতেও এ সর্ম্পক অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
প্রতিবেদক: শিমুল হাছান, ২১ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur