গ্রীন লাইন লঞ্চের ঢেউয়ে উল্টে গেলো যাত্রীবোঝাই ট্রলার

বরিশাল নগরীর মোহাম্মাদপুরচর সংলগ্ন কীর্তনখোলা নদীতে গ্রীন লাইন ওয়াটার ওয়েজের (লঞ্চ) ঢেউয়ের তোড়ে যাত্রীবাহী একটি ট্রলার উল্টে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

নদীতে মাছ ধরতে থাকা জেলেরা এগিয়ে গিয়ে ট্রলারের সব যাত্রীকে উদ্ধার করেন। ১৩ মার্চ রোববার বিকেল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ। তিনি জেলেদের বরাত দিয়ে জানান, সকালে গ্রীন লাইন নামের নৌযানটি যাত্রী নিয়ে ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। মোহাম্মাদপুরচর সংলগ্ন কীর্তনখোলা নদী দিয়ে নৌযানটি বরিশাল লঞ্চঘাটের দিকে যাচ্ছিল।

এসময় যাত্রীবাহী একটি ট্রলার বরিশাল থেকে ভোলার দিকে যাচ্ছিল। একপর্যায়ে ট্রলারটি গ্রীন লাইন নৌযানটির কাছাকাছি চলে আসে। এসময় গ্রীন লাইনের কারণে নদীতে সৃষ্ট ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়।

ট্রলারটি কাঠের তৈরি ছিল। এ কারণে উল্টে গেলেও ডুবে যায়নি। ট্রলারে যাত্রী ছিলেন ৮ থেকে ১০ জন। নদীতে ভাসতে থাকা যাত্রীদের চিৎকারে কয়েকটি মাছ ধরার ট্রলার ও নৌকা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে। পাশাপাশি ভাসতে থাকা ট্রলারটিও উদ্ধার করা হয়।

এসআই আশরাফ আরও বলেন বলেন, এ বিষয়ে ট্রলার চালক বা যাত্রীরা কোনো অভিযোগ করেননি। যাত্রীরা তীরে পৌঁছে যে যার মতো গন্তব্যে চলে গেছেন।

Share