ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কাজটি কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।
তারানা হালিম সাংবাদিকদের বলেন, গত কয়েক বছরে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের দাম ২৭ হাজার টাকা থেকে ৬২৫ টাকায় নামানো হলেও গ্রাহক পর্যায়ে সেভাবে দাম কমেনি। এর কারণ সম্পর্কে সংশ্লিষ্টরা নানা খরচের কথা বলেছে। কোন ধাপে কী ধরনের খরচ হচ্ছে তার বিস্তারিত বিবরণ দুই-তিন দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে। ছয় মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
আর টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে ৬৭৫ কোটি টাকার প্রকল্পের অর্থ ছাড়ের অনুমোদন পাওয়া গেছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তারানা হালিম বলেন, ‘আমরা ইউজার লেবেলে কিছুটা হলেও মূল্যটা আরেকটু চাই। ছয় মাসের মধ্যে একটা কনক্লুসানে আসতে পারব যে আমাদের কিছু করা যাচ্ছে কি না। কারণ, তাদের বক্তব্য হচ্ছে এর চেয়েও যদি কমানো হয়, তাহলে সাসটেইন করাটাই কঠিন হয়ে যাবে। কারণ মধ্যস্বত্বার অনেক বিষয় আছে। চেষ্টা করছি। কিন্তু আমি এটাও বলছি অ্যাট দ্য সেম টাইম, তাদের যে এক্সপ্ল্যানেশনটা দেখলাম, তাতে করে খুবই কঠিন হবে
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ১০: ০০ পিএম, ২৬ এপ্রিল ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur