চাঁদপুর

৫ দফা দাবিতে চাঁদপুরে গ্রাম পুলিশের মানববন্ধন ও স্মারকলিপি

গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করণসহ ৫ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্বারক লিপি প্রদান করা হয়েছে।

রোববার (১৪ মে) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সামনে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের উপস্থিতিতে এ মানবন্ধন কর্মসূচী পালন করা হয়।

পরে সেখান থেকে তারা জেলা প্রশাসক কার্যলয়ে গিয়ে প্রধান মন্ত্রীর বরাবরে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের কাছে স্বারক লিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, চাঁদপুর জেলা শাখার সভাপতি আবদুর রশীদ বেপারী, সাধারণ সম্পাদক নিত্যা সূত্র ধর, সহ সভাপতি মাসুদ জমাদার, সাংগঠনিক সম্পাদক আলম হোসেন দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম গাজী, নুরুল ইসলাম দফাদার, মহিলা সম্পাদিকা পারুল বেগম, চাঁদপুর সদর উপজেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান গাজী, সাধারণ সম্পাদক আলমাছ গাজী, সহ সভাপতি আলী আকবর খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।

যে ৫ দফা দাবি হলো, গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণির কর্মচারীর ন্যায় সমস্কেল প্রদান, অবসর ভাতা প্রদান করা, ঝুঁকি ভাতা রেশনিং ব্যবস্থা প্রদান করা, ঢাকার আশে পাশে গ্রাম পুলিশ প্রশিক্ষণ সেন্টার স্থাপন করা, গ্রাম পুলিশ সদস্যদের ছেলে মেয়েদের বিভিন্ন সরকারি চাকরিতে ১০% অগ্রাধিকার প্রদান করা।

কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ৫: ৩০ পিএম, ১৪ মে ২০১৭, রোববার
ডিএইচ

Share