কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফতেহপুর-মধুপুর গ্রামের যাতায়াতের নতুন রাস্তায় নির্মানে বদলে যাচ্ছে এলাকার পুরোনো চিত্র। রাস্তাটি নির্মিত হওয়ায় দীর্ঘদিনের জন চলাচলের ভোগান্তি দূর হওয়ায় স্থানীয় জনসাধারনের মাঝে আনন্দ উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ২০২০-২১ অর্থ বছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে ২ লক্ষ ৮০ হাজার টাকা নতুন রাস্তা নির্মানে বরাদ্দ হয়। ওই কাজের সভাপতি হিসেবে কাজের দায়িত্ব পান সংরক্ষিত ১নং ওয়ার্ডের নারী সদস্য নাছিমা বেগম। কাজ পাওয়ার তিনি নামমাত্র ১০ শতাংশ কাজ করে বিল উত্তোলনের চেষ্টা করেন।
পরে ইউপি সদস্য নাছিমা বেগম নিয়ম মোতাবেক পুরো কাজ শেষ না করে বিল উত্তোলন করতে চাইলে এলাকাবাসীর আপত্তির মুখে কাজ শতভাগ শেষ না হওয়ায় খবর পেয়ে ইউপি চেয়ারম্যন আব্দুস সামাদ আজাদ বিল উত্তোলনে বাধা দেয়।
পরে ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদের আন্তরিক প্রচেষ্টায় ও প্রশাসনের সহযোগিতায় ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ইখতেয়ার উদ্দিন বাদশা নতুন করে ওই দৃষ্টিনন্দন রাস্তাটি পুনরায় দায়িত্ব নিয়ে নির্মাণ করে দেন। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ইখতেয়ার উদ্দিন বাদশা বলেন, বিল থেকে প্রায় ৫০ নৌকা মাটি এনে রাস্তাটি পুরো দমে শেষ করি। ফলে রাস্তাটি নির্মান হওয়ায় এলাকার মানুষ আনন্দের জোয়ারে ভাসছে।
স্থানীয়দের মতে ফতেহপুর দাখিল মাদ্রাসা-মসজিদ থেকে মধুপুর মুন্সী বাড়িসহ আশে পাশের কয়েকটি বাড়ির লোকজন দীর্ঘ কয়েক বছর চলাচলে ভোগান্তিতে ছিলো। রাস্তাটি নির্মান হওয়ায় তাদের স্বপ্ন পূরণে একধাপ এগিয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. তাজুল ইসলাম,ফতেহপুর জামে মসজিদের ইমাম মাও.জুনায়েদ আহমেদ,ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন,যুবলীগ নেতা জাবেদ,মুন্না ও ছাত্রলীগ নেতা জিলানী সহ একাধিক লোকজন জানান, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ একজন ভালো মনের মানুষ। তাঁর আন্তরিক সহযোগিতায় রাস্তাটি সম্পন্ন হয়েছে। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ সেপ্টেম্বর ২০২১