চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের সোয়া ১ লাখ বৃক্ষরোপণের কর্মসূচি

চাঁদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ‘মুজিব বর্ষ’ উপলক্ষে ও জাতীয় শোক দিবসে গ্রামীণ ব্যাংক ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন শুরু করেছে স্ব-স্ব এরিয়া অফিস।

জাতীয় শোক দিবসে চাঁদপুরে ১ লাখ ২৪ হাজার ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে চাঁদপুর জোনাল অফিসের এক সূত্রে জানা গেছে।

প্রাপ্ত সূত্র মতে, সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংক চাঁদপুরের গ্রাহকদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় রাখার লক্ষ্যে তাদের গ্রাহকদের মধ্যে এ মুজিববর্ষে ৪শ ৫৪ টি কেন্দ্রের সকল গ্রাহক,কর্মী ও ব্যাংক কর্মকর্তাগণের মাধ্যমে ১ লাখ ২৪ হাজার ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে গ্রামীণ ব্যাংক,চাঁদপুর জোনাল অফিস। এপ্রিল মাস থেকে এ কর্মসূচি অব্যাহত রয়েছে । গ্রাহকগণ তাদের নিজ নিজ বাড়িতে এ চারা রোপণ করবে।

গ্রামীণ ব্যাংক চলতি মৌসুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ‘মুজিব বর্ষ ’উপলক্ষে ও জাতীয় শোক দিবসে ১০ কোটি গাছের চারা রোপণের সিদ্ধান্ত গ্রহণ করে। সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১ লাখ ৩০ হাজার শাখা বা কেন্দ্রের মাধ্যমে এ চারা সংগ্রহ,বিতরণ ও রোপণ করা হবে এবং বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রতিটি কেন্দ্র গড়ে ১০টি,প্রতি কর্মকর্তা ও কর্মচারী গড়ে ২টি করে এবং ১৫ আগস্টের মধ্যে নির্দিষ্ট ১ দিনের কোনো এক সময় ১ ঘন্টায় ১৩ লাখ গাছের চারা রোপণ করারও সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণ ব্যাংক।

অক্টোবর মাস থেকেই চাঁদপুরের ৮ উপজেলায় ৫৪টি গ্রামীণ ব্যাংকের শাখার মাধ্যমে গ্রাহকদের মধ্যে এ গাছের চারা বিতরণ হয়।

প্রসঙ্গত,গ্রামীণ ব্যাংক মুজিববর্ষে চাঁদপুরে সোয়া ১ লাখ চারা বিতরণ করবে। এ ছাড়াও গ্রামীণ ব্যাংকের সকল শাখার সদস্যদের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষাঋণ, সংগ্রামী সদস্যদের জন্য বিভিন্ন সহায়তা এবং গৃহ নির্মাণ ঋণ প্রদান করা হয়।

গ্রাহকদেকে বাড়ির আশ-পাশে যে খালি জায়গা রয়েছে সেখানে এ চারা রোপণ করে এর নিয়মিত পরিচর্যা করার পরামর্শ রয়েছে। এ গাছ যখন ফল দেবে তখন আপনাদের মুজিববর্ষের কথা স্মরণ হবে।

চাঁদপুরের বিভিন্ন নার্সারি থেকে দেশীয় প্রজাতির ফল ও অন্যান্য প্রজাতির গাছ সংগ্রহ করে তা বিতরণের উদ্যোগ নিয়েছে স্ব স্ব গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস।

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের ৬ টি এরিয়ার ৫৪টি শাখায় প্রায় ২ লাখ গ্রাহক রয়েছে ।

আবদুল গনি,১১ আগস্ট ২০২১

Share