Home / চাঁদপুর / চাঁদপুরে শেখ রাসেলের জন্মদিনে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি
grameen
প্রতীকী হিসেবে ছবিটি সংযুক্ত করা হলো

চাঁদপুরে শেখ রাসেলের জন্মদিনে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

চাঁদপুর জেলার গ্রামীণ ব্যাংকের যোনাল অফিস কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে ১৮ অক্টোবর সোমবার গ্রামীণ ব্যাংকের ৫৪টি শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।

চাঁদপুর গ্রামীণ ব্যাংক যোনাল অফিস ১৭ অক্টোবর রোববার এ তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের ৫৪টি শাখায় ২,৪৭৫টি কেন্দ্র রয়েছে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে প্রতিটি কেন্দ্রে ১০টি করে মোট ২৪ হাজার ৭শ ৫০টি ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা ইতোমধ্যেই স্ব স্ব কেন্দ্রে বিতরণ করা হয়েছে ।

এছাড়াও চাঁদপুর জেলার ৫৪টি গ্রামীণ ব্যাংকের ১ লাখ ৬১ হাজার ৮৭৮ জন গ্রাহক নিজ নিজ উদ্যোগে আরো দু’টি করে মোট ৩ লাখ ২৩ হাজার ৫ শ ৩৬ টি গাছের চারা তারা তাদের নিজ নিজ বাড়িতে রোপণ করতে গ্রাহকদেরকে অনুরোধ জানান যোনাল ম্যানেজার ।

চাঁদপুর জেলা সদরের যেকোনো একটি শাখা থেকে শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংকের যোনাল ম্যানেজার মো.খুরশিদ আলম বেলা ১১ টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।

আবদুল গনি , ১৭ অক্টোবর ২০২১