গ্রামীণব্যাংক চাঁদপুর যোনের পক্ষ হতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেলা ১১ টায় বিশেষ আলোচনা সভা ও মিলাদ মাহফিল চাঁদপুর যোনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা , দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর যোনের যোনাল ম্যানেজার এস.এম.সোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন চাঁদপুর গ্রামীণ ব্যাংকের যোনের অডিট অফিসার মো.মোস্তাফিজার রহমান। আলোচনা সভাটি যোনাল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো.হারুন হাজারী সঞ্চালনা করেন।
আরোও বক্তব্য দেন চাঁদপুর এরিয়ার ম্যানেজার নিরঞ্জন সাহা, অডিট কর্মকর্তা জিল্লুর রহমান,অডিট কর্মকর্তা আরিফূর রহমান। আলোচনায় উপস্থিত ছিলেন যোনাল ও এরিয়া অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
যোনাল ম্যানেজার এস এম সোয়েব মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা এবং ইতিহাস সবার সামনে তুলে ধরে বলেন,‘একুশের চেতনাই আজ আমাদের ভাষার স্বাধীনতা এবং স্বাধীন দেশের মানুষ হিসেবে বসবাসের স্বাধীনতা দিয়েছে। তাই আমাদের ইতিহাস জানা দরকার। ১৯৩৭ সাল থেকেই আমাদের ভাষার ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। তবে পূর্ণরূপ নেয় ১৯৪৭ থেকে ১৯৫২ সাল পর্যন্ত। বাঙালী তখন থেকেই বুঝতে পেরেছে আমাদের কী কী করা উচিৎ। আজ ভাষা রক্ষার কারণেই বাংলায় কথা বলছি। গ্রামীণ ব্যাংকের সব কার্যক্রমই বাংলায় অনেক আগ থেকেই চলছে। বাংলাভাষার চর্চ্চাও করছে। ’
তিনি আরো বলেন,‘ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন জেলে থেকেও ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন। মূলত:‘৫২ এর ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতা প্রাপ্তিকে তরান্বিত করে। ভাষার জন্যে যারা প্রাণ দিয়েছে আজ আমরা গ্রামীণ ব্যাংকের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারী তাদেরকে শ্রদ্ধার সাথে স্বরণ করছি। তাদের রুহের মাগফেরাত কামনা করছি।’
অডিট অফিসার মোস্তাফিজার রহমান বলেন,‘ভাষা ও সংস্কৃতি একটি জাতিকে সমৃদ্ধ করে। রাষ্ট্র ভাষা বাংলার যথাযথ প্রয়াগ ও উচ্চারণও আমাদের সঠিকভাবেই করা উচিৎ।’
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ভাষা শহীদদের আত্মার প্রতি রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উক্ত মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হিসাবরক্ষণ কর্মকর্তা মো.মাহবুবুর রহমান ।
স্টাফ করেসপন্ডেট, ২১ ফেব্রুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur