Home / চাঁদপুর / চাঁদপুরে গ্রামীণব্যাংক অফিসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন
GB

চাঁদপুরে গ্রামীণব্যাংক অফিসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

চাঁদপুরে গ্রামীণব্যাংক যোনাল অফিস কর্তৃৃক ট্রাক রোডস্থ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জোনের জোনাল ম্যানেজার এস.এম.সোয়েব ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর গ্রামীণ ব্যাংকের জোনের অডিট অফিসার মো.মোস্তাফিজার রহমান, চাঁদপুর এরিয়ার এরিয়া ম্যানেজার বিশ্বজিৎ মজুমদার,প্রশাসনিক কর্মকর্তা মো.হারুন অর রশিদ হাজারী, জেলার ৫৪ শাখার ব্যবস্থাপকগণ ও অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

জোনাল ম্যানেজার এস এম সোয়েব বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বলেন,“ টুঙ্গীপাড়ায় ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করা সেদিনের খোকাই হলেন বাংলাদেশের স্থপতি ও স্বপ্নদৃষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । তাঁর ৭ মার্চের ভাষণের পর প্রতিটি নাগরিক স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। তাঁর নেতৃত্বের মাধ্যমেই দেশ স্বাধীন হয় । ফলে আমরা পেয়েছি স্বাধীন দেশ। হয়েছি একটি স্বাধীনদেশের নাগরিক। তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজ আমাদের প্রধানমন্ত্রী,ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্মার্ট বাংলাদেশের নির্মাতা ও ২০৪১ এর বিশ্ব দরবারে উপহার দিতে উন্নত রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছেন। তাই আজ গ্রামীণ ব্যাংকের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারী তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে।”

উক্ত আলোচনা সভায় অডিট অফিসার মোস্তাফিজুর রহমানও বঙ্গবন্ধুর জীবন সংগ্রামের ইতিহাস ও মুক্তিযুদ্ধের নানা বিষয় ও শিশুদের অধিকার সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন।

আবদুল গনি
১৭ মার্চ ২০২৩