Home / জাতীয় / অর্থনীতি / গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেয়নি সরকার: অর্থমন্ত্রী
গ্যাস
ফাইল ছবি

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেয়নি সরকার: অর্থমন্ত্রী

করোনা সংকটকালে গ্যাস, সার, বিদ্যুতের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রবিবার (২৩ জানুয়ারি) অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী জানান, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে আমার এখান থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি, বিষয়টি আমি এখনও জানি না। গ্যাস, সার, বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে জানলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, মাঠ পর্যায়ে ব্যবসায়ীরা হয়রানির শিকার হলে আমার কাছে আসুক। এফবিসিসিআইর যদি কোনও অভিযোগ থাকে তাহলে ডেফিনেটলি আমাদের মন্ত্রণালয়ে এসে বলবে। অভিযোগগুলো আমরা টেককেয়ার করবো।