উপজেলা সংবাদ

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | আপডেট: ০৮:৫২ অপরাহ্ণ, ০৬ সেপ্টেম্বর ২০১৫, রোববার

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ মো. ইউনুছ বলেন, “বর্তমান অনির্বাচিত সরকার দেশের জনগণের উপর গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জুলুম করছে। তারা জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে দেশের খেটেখাওয়া মানুষের দুর্ভোগের কথা ভাবছে না। তাই তারা একের পর অন্যায়ভাবে প্রয়োজনীয় ব্যবহারী জিনিসের দাম বাড়িয়ে দুর্নীতিসহ অনিয়মে জড়িয়ে পড়ছে বলে দাবি করেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ মো. ইউনুছ।

তিনি রোববার বিকেল ৪টায় উপজেলা বিএনপি কার্যালয়ে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সমাবেশে সভাপ্রধানের বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, “অর্নিবাচিত সরকার দেশের সব রাজনৈতিক দলকে মামলা-হামলা দিয়ে কণ্ঠ রোধ করার চেষ্টার পাশাপশি সাধারণ জনগণের উপর জুলুম করার জন্যে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে।”

তিনি জনগণের উপর এই জুলুম অবিলম্বে বাতিল করার দাবি করেন। তিনি আরো বলেন, “অন্যথায় বিএনপি দেশের মানুষকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে।”

পৌর যুবদলের আহবায়ক মো. মহসিন মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল কোম্পানি, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নাছির উদ্দিন পাটওয়ারী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মতিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম নান্টু, যুগ্ম আহ্বায়ক আরএম ফজলুর রহমান, তাঁতীদলের আহ্বায়ক মমিন গাজী, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আজিম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুদ্দিন আশিক।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুর রহমান, মো. তাজুল ইসলাম পাটোয়ারী, আবু সাঈদ পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, পৌর যুগ্ম আহ্বায়ক সেলিম মাহমুদ, মহিলা দলের আহ্বায়িকা রেবেকা সুলতানা, ফাতেমা বেগম, যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম পাটোয়ারী, আবুল হোসেন, জসিম উদ্দিন ভূঁইয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদ পাটোয়ারী, নাজিম উদ্দিন, জাহাঙ্গীর গাজী, পেয়ার আহম্মেদ, আমিন মিজি, রফিক পাটোয়ারী, তাঁতীদল নেতা মোস্তাফিজুর রহমান পাটোয়ারী, বিএনপি নেতা হামিমুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাইয়ুম, নাজমুল আলম জুয়েল, মেহেদী হাসান মঞ্জু প্রমুখ।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share