চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০২:৩৮ অপরাহ্ণ, ০১ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
সরকারের গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তে বাড়ি মালিকরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতীয় শ্রমিক ফেডারেশন।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে সংগঠনের নেতারা এ মন্তব্য করেন।
নেতারা বলেন, বেশিরভাগ মানুষ ভাড়া বাড়িতে থাকেন। এমনিতে বাড়ির মালিকরা নিয়ম-নীতির তোয়াক্কা না করে ইচ্ছামত ভাড়া নির্ধারণ করেন। এরপর যদি গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি পায় তাহলে শ্রমিক ও স্বল্প আয়ের মানুষের জীবন বাঁচানো কঠিন হয়ে পড়বে।
নেতারা আরও বলেন, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধির ফলে যাতায়াতে শ্রমজীবী মানুষকে অতিরিক্ত ভাড়া গুণতে হবে। পাশাপাশি খাদ্য উৎপাদন খরচ বেড়ে যাবে ফলে জনজীবন বিপন্ন হবে।
সংগঠনের সভাপতি আ স ম জাকারিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল হাসান, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন প্রমুখ।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur