জাতীয়

গ্যাস ও বিদ্যুতের দাম আবারও বাড়লো

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০৭:২৫ পিএম, ২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার

বিশ্ব বাজারে জ্বালানির দাম কমলে দেশে বাড়ানো হলো গ্যাস ও বিদ্যুতে দাম। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে দুই দশমিক ৯৭ শতাংশ এবং গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিইআরসি।

এর ফলে গ্যাসের এক চুলার বিল ৬০০ এবং দুই চুলার বিল ৬৫০ টাকা হয়েছে। বর্ধিত এই মূল্যহার আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে বিইআরসি চেয়ারম্যান এ আর খান জানিয়েছেন।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

Share