চাঁদপুর

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাসদের বিক্ষোভ

‘গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী জনগণ মানবে না, গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এলাকায় সংগ্রাম তুলুন’ এ স্লোগানকে সামনে রেখে বাসদ (মার্কসবাদ) মঙ্গলবার (২ ফেব্রুয়ারি ) বিকেলে চাঁদপুর শহরের প্রধান প্রধান সড়ক পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিল শেষে শপথ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন, বাসদের সদস্য অ্যাড. শীতল ঘোষ, বিধুভূষণ নাথ। পরিচালনা করেন আজিজুর রহমান।

বক্তারা বলেন, গ্যাস ক্ষেত্র লাভজনক প্রতিষ্ঠান হওয়ার পরও কেন অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি করা হলো। গ্যাসের দাম বৃদ্ধি করা হলে-সব কিছুর দাম বৃদ্ধি পাবে। এমনিতেই বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে জনগণ আজ হিমশিম খাচ্ছে।
গ্যাসের মূল্য বৃদ্ধিতে মানুষের কষ্টকে আরো দুরূহ কষ্টে পরিণত করবে। ইতিমধ্যেই গ্যাসের মূল্য বৃদ্ধির সংবাদ বের হবার সাথে সাথে কিছু কিছু এলাকার পরিবহন ও বাড়ি ভাড়া বৃদ্ধি করে দেয়া হয়েছে।

করেসপন্ডেন্ট
।। আপডটে,বাংলাদশে সময় ০৮ : ৪৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

এজি/এইউ

Share